সামনে রয়েছে বন্ধুর পথ, একাকী দিতে হবে পাড়ি- বাহন আমার নেই কোন রথ, বলে দাও কিভাবে যাব বাড়ি? যদি কেউ এসে ধরে হাত, এই নিষ্ঠুর চলার পথে- ভয় করি না সে কাল রাত যদি থাক তুমি মোর সাথে। হতাশার প্রান্তে এসে যখন, বন্ধ করে ফেলি দুই নয়ন- খুঁজে আমি পাই না তখন, কোন ভাষা কিংবা শব্দচয়ন! যখন দেখি পিছন ফিরে, অপেক্ষায় তো নেই কেহ- পুরো এই সংসার ঘুরে, বড় অবসন্ন আজ এ দেহ। নিঃসীম দুঃখের রাহে একাকী চলতে লাগে বড় ভয়- কত পথ আর রয়েছে বাকী কতটা হল তার ক্ষয়? যখন আমি কাঙ্গাল ছিলাম পেতে একটু ভালবাসা- তখন আমি পেয়ে গেলাম স্বপ্নভঙ্গের যত আশা। যে পথে চলেছি আমি, নাই তার কোন প্রান্ত- একাকী চলতে চলতে আজ আমি বড় শ্রান্ত। শেষ হয়ে যাবে সময়, এমনি করে একদিন! শোকে মাতমের প্রলয় বাজাবে খুশির বীণ। জীবনের শেষ উপাখ্যান, মিটে যাবে অগোচরে- যতই থাকুক সজ্ঞান, হারিয়ে যাবেই নীরবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
আমার ছোট ভাইয়ের নামও শাওন। চট্টগ্রামে ল’ প্র্যাকটিস করে। আপনার কবিতার যে চারটি লাইন ভালো লেগেছে, সেই জন্যে ৪ দিলাম। লাইনগুলো উল্লেখ করছি। (হতাশার প্রান্তে এসে যখন,
বন্ধ করে ফেলি দুই নয়ন-
খুঁজে আমি পাই না তখন,
কোন ভাষা কিংবা শব্দচয়ন!)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।